নিউজ ডেস্ক: প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চাইলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার লোকসভায় অখিলেশ বলেছেন, “সরকার যখন ক্রমাগত বাজেটের পরিসংখ্যান দিচ্ছে, তখন মহাকুম্ভে যারা মারা গিয়েছেন তাদের পরিসংখ্যানও দিন। আমি দাবি করছি, মহাকুম্ভের আয়োজন সম্পর্কে স্পষ্টীকরণের জন্য একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।”
সপা প্রধান অখিলেশ যাদব আরও বলেছেন, “মহাকুম্ভের বিপর্যয় মোকাবিলা এবং হারিয়ে যাওয়া ও পাওয়া কেন্দ্রের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া উচিত। মহাকুম্ভ দুর্ঘটনায় মৃতের পরিসংখ্যান, আহতদের চিকিৎসা, ওষুধের প্রাপ্যতা, ডাক্তার, খাবার, জল, পরিবহনের পরিসংখ্যান সংসদে পেশ করতে হবে।” অখিলেশ আরও দাবি জানিয়েছেন, মহাকুম্ভ ট্র্যাজেডির জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা সত্য গোপন করেছে তাদের শাস্তি হওয়া উচিত। আমরা ডবল-ইঞ্জিন সরকারকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনও দোষ না থাকে, তাহলে পরিসংখ্যানগুলিকে চাপা, লুকানো এবং মুছে ফেলা হল কেন?”