নিউজ ডেস্ক: ফের কলকাতায় পথ দুর্ঘটনা। এবার চাঞ্চল্য ছড়াল হেস্টিংস এলাকায়। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) থেকে নামার সময়ে আচমকাই ব্রেক ফেল হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। বেসরকারি বাসটি ধূলাগড়-নিউটাউন রুটের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ধূলাগড় থেকে কলকাতার দিকে আসছিল বাসটি। দ্বিতীয় হুগলি সেতু থেকে নামার সময়ে বাসটির ব্রেক ফেল করে যায়।
তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা মারে একটি গাড়িতে। গতি বেশি থাকায় পরে একটি মিনি ম্যাটাডোরের পিছনেও ধাক্কা মারে ধূলাগড়-নিউটাউন রুটের বাসটি। যার ফলে ব্রিজের উপরেই পাল্টি খেয়ে যায় মিনি ম্যাটাডোরটি। এই দুর্ঘটনার ফলে মোট ৯ জন যাত্রী জখম হয়েছেন। যার মধ্যে ৩ জন গুরুতরভাবে জখম। জখমদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে এসএসকেএমে।