নিউজ ডেস্ক: পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এএফসি চ্যাম্পিয়নস লিগে সোমবার রাতে আল-ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করেছেন। তাঁর দল জয় পেয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
আর এই জয়ে ক্লাব কেরিয়ারে ৭০০ তম জয় পেলেন রোনাল্ডো। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের হয়ে ক্লাব কেরিয়ার শুরু করেছিলেন রোনাল্ডো। সেই ক্লাবে ১৩টি জয় পান তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দু’দফায় খেলে ২১৪ ম্যাচে জয় পেয়েছেন রোনাল্ডো। এই মহাতারকার সবচেয়ে সফলতম ক্লাব হল রিয়াল মাদ্রিদ। ১০ মরসুমে সেখানে ৩১৫ জয় পেয়েছেন তিনি। আর জুভেন্টাসে রোনাল্ডোর জয় ৯২ ম্যাচে।
সোমবার আল-ওয়াসলের বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোল ছাড়াও বাকি দুই গোল করেছেন আল ফাতিল ও আল হাসান। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে তৃতীয় স্থানটা আরও মজবুত করল আল নাসর।