নিউজ ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দোস সান্তোস আভেইরো যিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামে সুপরিচিত এক পর্তুগিজ ফুটবলার। পর্তুগালের মাদেইরাতে ৫ ফেব্রুয়ারি ১৯৮৫ তে তিনি জন্মগ্রহণ করেন।
বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রোনাল্ডো ৫ টি ব্যালন ডি’অর এবং ৪ টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোনও ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়।
এখনও পর্যন্ত কেরিয়ারে তিনি ৩৪টি প্রধান সারির শিরোপা জিতেছেন, তাঁর মধ্যে রয়েছে ৭ টি লিগ শিরোপা, ৫ টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনাল্ডো চ্যাম্পিয়নস লিগে সর্বাধিক ১৪০টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক ১২টি গোলের রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত তিনি ক্লাব ও দেশের হয়ে ৯০১ টি গোল করেছেন। তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়।