নিউজ ডেস্ক: কার্শিয়ংয়ে চাষের জমি থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয়–এর মৃতদেহ। কার্শিয়ং-এর ১৬ নম্বর ওয়ার্ডের সুবেদার বস্তি এলাকার ঘটনা। মঙ্গলবার সকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে জমিতে শিমের বীজ রোপণ করতে যান নারায়ণ প্রধান। সেই সময় তাঁর চোখে পড়ে একটি দেহ পড়ে রয়েছে।
দেহটির বেশিরভাগ অংশ পচন ধরে গেছে, সেইসঙ্গে হাড়গোড়ও বেরিয়ে এসেছে। এমন ঘটনা চোখের সামনে দেখে শিউরে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে খবর দেন কার্শিয়ং থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ জানান, ‘দেখে বোঝার উপায় নেই দেহটি পুরুষ না মহিলার।”