নিউজ ডেস্ক: মঙ্গলবার হরিয়ানায় এক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে এদিন সকালে হরিয়ানার জখাউলি গ্রামের কাছে। জানা গেছে ,কাইথল থেকে আসান্দগামী একটি যাত্রিবোঝাই বাস নিয়ন্ত্রণহীন হয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন।
এক পুলিশ আধিকারিক জানান , একটি বেসরকারি যাত্রিবোঝাই বাস ৬০ জন যাত্রী সহ কাইথল থেকে আসান্দ যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।