নিউজ ডেস্ক: ক্লাসরুমে ছাত্রের সঙ্গে মালাবদল, সিঁদুরদানে বিয়ে সম্পন্ন অধ্যাপিকার। গত সপ্তাহে হরিণঘাটায় রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্কের জল গড়ায় বহু দূর। অভ্যন্তরীণ তদন্ত হয়েছে। এবার পদত্যাগ করলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়।
অনুমান করা হচ্ছে, বিতর্কের জেরেই সম্ভবত তাঁর পদত্যাগ। ম্যাকাউটের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান এবং অধ্যাপক – দুই পদ থেকেই ইস্তফা দিয়েছেন। পদত্যাদপত্র পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তবে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
মালাবদলের ঘটনাকে এক ধরনের ‘ক্রুড ফান'( নিষ্ঠুর মজা বা নোংরামি) বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য তাপস চক্রবর্তী। বিতর্ক বাড়তে থাকায় অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে ছুটিতে পাঠানো হয়। এরপর সম্ভবত আর আত্মপক্ষ সমর্থনের মতো আর কোনও রাস্তা ছিল না। মঙ্গলবার তিনি ইস্তফা দিলেন।
এ বিষয়ে মঙ্গলবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর পার্থপ্রতিম লাহিড়ি জানিয়েছেন, ওই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।