নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে ফের নাশকতা চালালো মাওবাদীরা। মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর-দান্তেওয়াড়া সীমানায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে ৩ জন জওয়ান আহত হয়েছেন। আহত জওয়ানদের মধ্যে একজন সিআরপিএফ সৈনিক, অপর দু’জন জেলা রিজার্ভ গার্ড-এর জওয়ান।
ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর-দান্তেওয়াড়া সীমানায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ হয়, সেই আইইডি বিস্ফোরণে ৩ জন জওয়ান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।