মহাকুম্ভের পবিত্র স্নান নিয়ে কী বিরোধীদের মিথ্যা প্রচারের নতুন অস্ত্র সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন? একাধারে যেখানে স্টিভ জোবসের মতোন ব্যক্তিত্বরা মহাকুম্ভের অংশ হতে চাইছেন, সেখানেই সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের এই আয়োজন নিয়ে কেন প্রশ্ন তুলেছেন জয়া বচ্চন?