নিউজ ডেস্ক: চলন্ত নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুমিরমারি এলাকায়। বুধবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম সায়ন্তনী মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় পাঁচ দিনের জন্য একটি মেলার আয়োজন করা হয়েছিল। চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও। মঙ্গলবার রাতে ওই তরুণী মেলায় যান। সেখানে তিনি বিদ্যুতচালিত নাগরদোলায় ওঠেন। কিন্তু আচমকা চলন্ত ওই নাগরদোলা থেকে তিনি ছিটকে নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।