নিউজ ডেস্ক: ইন্দোরের পর এবার উত্তর প্রদেশের নয়ডা। ফের স্কুলে বোমা হামলার হুমকি। এবার হুমকি ইমেলে চাঞ্চল্য ছড়াল দিল্লির পার্শ্ববর্তী নয়ডার গৌতমবুদ্ধ নগরে। এই জেলার কমপক্ষে ৪টি স্কুলে বোমা হামলার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্কুলগুলির দাবি, বুধবার সকালে এই ইমেল পাঠানো হয়েছে। ইমেল পাওয়ার পরেই তৎক্ষণাৎ পুলিশকে বিষয়টি জানানো হয়।
যদিও কয়েক ঘণ্টা তল্লাশির পরেও কোনও বিস্ফোরক উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, সব স্কুলগুলিতেই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অনেক স্কুলে পুনরায় ক্লাস শুরু হয়েছে। যদিও, এদিন সকালে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে চরম আতঙ্কিত হয়ে ওঠে পড়ুয়াদের পরিবার। বেশ কয়েকটি স্কুল বিল্ডিং থেকে পড়ুয়াদের বাইরেও বের করে আনা হয়। ফলে পড়ুয়াদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।