নিউজ ডেস্ক: সরস্বতী পূজার প্রাক্কালে সারা বাংলা নকআউট আউটডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিল দক্ষিণ কলকাতার বিশিষ্ট ক্লাব ফ্রেন্ডস ইউনিয়ন। সাতদিনের এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। এই বিভাগে রানার্স হয়েছেন গৌরব বড়ুয়া।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিয়া কর্মকার, রানার্স হয়েছেন শ্রেয়সী ভৌমিক। উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বাংলার একাধিক বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড়। ডক্টর চন্দ্রচূড় গোস্বামী পুরুষ বিভাগের ফাইনালে গৌরব বড়ুয়াকে ২১ – ১১ এবং ২১ – ৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। মহিলা বিভাগে রিয়া কর্মকার শ্রেয়সী ভৌমিককে হারালেন ১৫ – ১৩ এবং ১৭ – ১৫ পয়েন্টের ব্যবধানে। প্রতিযোগিতা চলে ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
চন্দ্রচূড় গোস্বামী মাইক্রোবায়োলজি বিষয়ে গবেষণার পাশাপাশি ‘পদ্মভূষণ’ পন্ডিত অজয় চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নেন, ওয়েস্ট বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিখ্যাত নাকতলা ইউথ ক্লাবে কোচ পীযূষ শুক্লার তত্ত্বাবধানে ব্যাডমিন্টন প্র্যাকটিস করেন।
আউটডোর এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের পাশাপাশি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষকে একটি সফল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ভারত সরকারের ক্রীড়া ও যুব-বিষয়ক মন্ত্রক এবং বেঙ্গল ব্যাডমিন্টন লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।