নিউজ ডেস্ক: সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে অশান্তি ছড়ালো পশ্চিম বর্ধমানের অণ্ডাল। মঙ্গলবার রাতে সরস্বতী পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা ও মারপিটের জেরে জখম হলেন কমপক্ষে ৪ জন। আহতরা ছুরিকাঘাত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার অণ্ডাল থানার নব কাজোরা কুড়মি পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষ্যে ছোটদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কে অতিথি হবেন, তা নিয়েই শুরু হয় বচসা। ধারালো অস্ত্র নিয়ে চলে আক্রমণ। ছুরিকাঘাত হন ৪ জন।
জানা গিয়েছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজকুমার নামে এক ব্যক্তি। মূলত তাকে কেন্দ্র করেই হয় ঝামেলার সূত্রপাত। স্থানীয় সাহিল (বাবলু) সিং, যোগিন্দর প্যাটেল, সানি সিং-রা রাজকুমারকে অতিথি করা নিয়ে আপত্তি তোলেন। এমনকী, তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ। কিন্তু রাজকুমার ও পুজো উদ্যোক্তারা এতে রুখে দাঁড়ায়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায় সাহিল (বাবলু) সিং, যোগিন্দর প্যাটেল, সানি সিং-এর অনুগামীরা। ছুরিকাঘাতে আহত হওয়া ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ। হামলার অভিযোগে সাহিল সিং ও যোগিন্দর প্যাটেলকে আটক করা হয়েছে।