৬ই ফেব্রুয়ারি ১৯৪৮ সালে, পরমবীর চক্র বিজয়ী নায়ক যদুনাথ সিং দেশের জন্য নিজের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। ওই দিন পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের নওশেরা অঞ্চলের তেনধার পোস্টে হামলা চালায়। কিন্তু যদুনাথ সিং তাঁর সহযোদ্ধাদের সঙ্গে মিলে পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করেন। পাকিস্তান সেনারা তিনবার আক্রমণ চালায়, কিন্তু প্রতিবারই ভারতীয় সেনারা তাদের কড়া জবাব দেয়। দ্বিতীয় আক্রমণের সময় যদুনাথ সিং আহত হয়েছিলেন। কিন্তু তিনি লড়াই চালিয়ে যান। তার মেশিনগান থেকে বের হওয়া প্রতিটি গুলি পাকিস্তানি সেনাদের জন্য মৃত্যুর বার্তা হয়ে ওঠে।