নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ নয়, রাজ্যের নাম হোক বাংলা। সংসদে আর্জি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ‘বাংলা’ শব্দটি, তাই রাজ্যের নাম হোক বাংলা। এমনটাই দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল।
রাজ্যসভার নতুন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংসদে জানান যে ২০১৮ সালেই পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে রাজ্যের নাম ‘বাংলা’-এ পরিবর্তিত করার প্রস্তাবনা পাশ করেছিল, কিন্তু কেন্দ্রের সম্মতি এখনও মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের নাম পরিবর্তনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন।
রাজ্যসভায় ঋতব্রত বলেন, “দীর্ঘ সময় ধরে আমাদের রাজ্য়ের নাম পরিবর্তন করে বাংলা করার দাবি জানানো হয়েছে। পূর্ব পাকিস্তানের আর অস্তিত্ব নেই। আমাদের রাজ্যের নাম পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষদের মতামতকে সম্মান দিতে হবে।”