নিউজ ডেস্ক: বনগাঁয় পেট্রাপোল বন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ। স্থলবন্দরে চাকরির নিয়োগের জন্য একাধিক ভুয়ো কাগজপত্রও তৈরি হত। সেই অভিযোগে এবার গ্রেপ্তার করা হল সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তিকে। চাকরি দেওয়ার নামে একটা বড় চক্র কাজ করছে। এমনই মনে করছে পুলিশ-প্রশাসন।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, প্রায় ৫০ লক্ষ টাকা বাজার থেকে চাকরি দেওয়ার নামে তুলেছিলেন এই ব্যক্তি। শুধু তাই নয়, একাধিক ভুয়ো নিয়োগপত্রও পাওয়া গিয়েছে। পেট্রাপোল বন্দরের একাধিক নথিও উদ্ধার হয়েছে।