নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের ভগবানগোলায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ভোরে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমৃগী গ্রাম থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম রনি শেখ (৩২)। পরিবারের অভিযোগ, রনিকে খুন করা হয়েছে। যদিও প্রতিবেশীদের দাবি, মদ্যপ অবস্থায় ছাদ থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে রনিকে তাঁর বাড়ির পিছন দিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসেন রনির পরিবারের সদস্যরাও। খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছাদ থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভগবানগোলা থানার পুলিশ। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।