নিউজ ডেস্ক: শীতের শিরশিরানি এখনও অব্যাহত জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবারও শীতে কেঁপেছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। আইএমডি জানিয়েছে, শ্রীনগরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে গুলমার্গ, কার্গিলও।
কাশ্মীরে তুষারপাতও হয়েই চলেছে, বুধবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। তুষারপাতের পর ডোডা জেলার পার্বত্য অঞ্চলে নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলে ৪ এবং ৫ ফেব্রুয়ারি তুষারপাত হয়েছে, তাপমাত্রা আবারও কমে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশেও তুষারপাত হচ্ছে। কুল্লু জেলার পর্যটন শহর মানালি মুগ্ধকর হয়ে উঠেছে।