নিউজ ডেস্ক: “দিনে ৬৪,০০০ পা হাঁটেন !!! এর থেকেই বোঝা যায় আপনি কতটা উজ্জীবিত” ! বুধবার রাজ্যের শিল্পমেলায় শিল্পপতি মুকেশ আম্বানী এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, তাঁকে উদ্দেশ করে। আর তা নিয়েই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
আম্বানীর এই উক্তি-সহ বক্তব্যের সংক্ষিপ্তসার প্রকাশিত হয়েছে একটি দৈনিকে। সেই খবরের কাটিং-সহ তথাগতবাবু লিখেছেন, “অর্থাৎ, আমাদের মাননীয়ার উচ্চতা অনুযায়ী দিনে চল্লিশ কিলোমিটারের মত হাঁটেন! ChatGPT বলছে মানুষের এক-একটি ধাপ গড়ে তার উচ্চতার ০.৪০-০.৪৫ গুণ ।
ভারতের এক অগ্রগন্য শিল্পপতি প্রকাশ্যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ করলেন ! এ লজ্জা রাখব কোথায় ?”