নিউজ ডেস্ক: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছেন, মা সরস্বতীর একনিষ্ঠ ভক্ত, সুর সম্রাজ্ঞী, ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আপনার সুর সাধনা সঙ্গীত জগতের এক অমূল্য ঐতিহ্য।
উল্লেখ্য, ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ৬ ফেব্রুয়ারি, ২০২২ এ প্রয়াত হন। সঙ্গীতের “স্বর কোকিলা” হিসেবে পরিচিত লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি।