নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ব্যস্ততম সময়ে রেল অবরোধ হয় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আন্ডারপাস তৈরির দাবিতে রেল অবরোধ করেন স্থানীয়দের একাংশ। ফলে বনগাঁ শাখার আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘণ্টাখানেক অবরোধ চলে। পরে রেলের কর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্ডারপাস তৈরির আশ্বাস দিলে অবরোধ ওঠে। অফিস টাইমে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
এদিন ১১টা ১০ মিনিট থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ শুরু হয়। ফলে বনগাঁ শাখায় আপ ও ডাউন ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ১২টি ট্রেন দেরিতে চলে। ঘটনাস্থলে গিয়ে রেলের কর্তারা আশ্বাস দিলে ১১টা ৫০ নাগাদ অবরোধ উঠে যায়। রেল জানিয়েছে, অবরোধের জেরে পরিষেবা ব্যাহত হলেও কোনও ট্রেন বাতিল করা হয়নি। তবে ১২টি ট্রেন দেরি চলেছে।
প্রসঙ্গত, দমদম ক্যান্টনমেন্টে একটি লেভেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে আন্ডারপাস তৈরির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আন্ডারপাস সম্ভব না হলেও ফুট ওভার ব্রিজ তৈরির দাবি করেছিলেন তারা। তবে কিছুই তৈরি হয়নি। তাই ট্রেন অবরোধ করেন স্থানীয়রা।