নিউজ ডেস্ক: ভুট্টার জমিতে মৃত্যুফাঁদের মতো লুকিয়ে রাখা হয়েছিল বোমা। না জেনে সেখানে ঘাস কাটতে গিয়েই নেমে এল বিপদ। আচমকা বোমা ফেটে গুরুতর জখম হল দুই নাবালক।
মালদার রতুয়া থানা এলাকার হলদিবাড়ির এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়ায়। বোমা বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। জখম একজনের বয়স ৯ বছর, অপরজন ১৩ বছরের। উভয়ের শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
কী উদ্দেশ্যে ভুট্টার জমির মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। আশপাশের জমিতে আর কোথাও কোনও বোমা রয়েছে কি না, তা খুঁজে দেখছে বম্ব স্কোয়াডের একটি দল। তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।