নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নজরদারিতেই আলিপুর আদালতে আর জি কর দুর্নীতি মামলার তদন্ত হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে মামলার চার্জগঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ায় অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সিবিআই।
এদিকে, আর জি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও তা হয়নি। শুক্রবার মামলাটি শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। তবে এ ব্যাপারে বৃহস্পতিবার আদালত যে পর্যবেক্ষণ সামনে এনেছে, তাতে আগামী ১৪ থেকে ১৫ দিনের আগে আর জি কর দুর্নীতি মামলার চার্জগঠন করা সম্ভব নয় বলে মনে করছেন আইনজ্ঞরা।
আর জি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিরোধিতা করে সন্দীপ ঘোষ যে আবেদন করেছিলেন তা ফের খারিজ করে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ বিষয়ে বৃহস্পতিবার ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হন সন্দীপবাবু। এরপরই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা করেন সন্দীপ ঘোষ।