প্রয়াগরাজে মহাকুম্ভের ভরা-জোয়ারের মধ্যেই বাংলার মাটিতে নতুন করে ঐতিহ্যের পুনরুজ্জীবন। হুগলি জেলার ত্রিবেণীতে ভূমি পুজোর মাধ্যমে সূচনা হল অনু কুম্ভের। বুধবার কুম্ভ মেলার মাঠে আয়োজিত হল যজ্ঞ ও কুম্ভ মেলার ধ্বজোত্তোলন, যা এই ঐতিহ্যবাহী স্থানের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুন মাত্রা দিচ্ছে।