নিউজ ডেস্ক: আর জি কর মামলায় নিম্ন আদালতে দোষীসাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু, শুক্রবার রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মান্যতা পেল সিবিআই-এর আবেদন, সিবিআই-এর আবেদনকেই গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীসাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। তাদের এই মামলা আদৌ গ্রহণযোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন তোলে তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানি হয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। শুক্রবার রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।