নিউজ ডেস্ক: হাওড়ার বাঁকড়ায় ভয়াবহ আগুন লাগল একটি চটের বস্তা তৈরির কারখানায়। শুক্রবার সকালে ওই কারখানায় আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে বিস্তীর্ণ অংশ। চটের বস্তার গুদাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল, প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এনেছে দমকল।
স্থানীয় সূত্রের খবর, বাঁকড়ার ঝিলপাড়া এলাকার ওই কারখানায় চটের বস্তা তৈরি করা হত। শুক্রবার সকালে কারখানায় কাজ হচ্ছিল, সেই সকল আগুন লেগে যায়। সকাল ৮টা নাগাদ আগুন লেগে যায় বস্তায়। কারখানাটিতে প্রচুর পরিমাণে চটের বস্তা মজুত করা ছিল। তাই আগুন ভয়াবহ রূপ নেয়, এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকল সূত্রের খবর, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।