নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার উস্থিতে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উস্তি থানার অন্তর্গত বাগাড়িয়ায়। গুলিতে মৃত্যু হয়েছে বুদ্ধদেব হালদার নামে এক ব্যক্তির, তিনি উস্থি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চক দেবী ঘোষ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাগাড়িয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে গুলি করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা বুদ্ধদেবকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে। এই খুনের পিছনে কি কারণ রয়েছে, কারা খুন করল বুদ্ধদেবকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে উস্থি থানার পুলিশ। এদিকে, খুনের ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমে তিনজনকে আটক করেছে পুলিশ। জমি ও মাটির কারবার নিয়ে ব্যবসায়িক বিবাদের জেরে বুদ্ধদেবকে গুলি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।