নিউজ ডেস্ক: প্রেমদিবসের প্রাক্কালেই কলকাতায় পা রাখছেন সোনু নিগম (Sonu Nigam)। সম্প্রতি পুণেতে কনসার্ট করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গায়ককে। তবে পরের দিনই সুরের মূর্চ্ছনায় ভাসিয়েছেন রাষ্ট্রপতি ভবনকে। এবার ঝরঝরে বাংলায় জানান দিলেন, ‘আমি আসছি, দেখা হবে’। ৯ ফেব্রুয়ারি গানে-গানে শহরকে ভালোবাসায় ভরিয়ে দিতে রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগম আসছেন অ্যাকোয়াটিকায়। আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন ও হোয়াইট লাইট ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড।
অনলাইনে ইতিমধ্যেই বিক্রি হচ্ছে টিকিট। টিকিটের দাম ১,২৯৯ থেকে শুরু। এছাড়াও বিভিন্ন বিভাগে রয়েছে নানা দামের টিকিট, সঙ্গে অতিরিক্ত সুযোগসুবিধা, সঙ্গে খানাপিনার আয়োজনও থাকছে। কাপলদের জন্য রয়েছে বিশেষ ছাড়ও। তবে উল্লেখ্য, ৪ জনের গ্রুপের জন্য সর্বোচ্চ টিকিটের দাম ৫৯,৯৯৯ টাকা। সেই টিকিটে শুধু কনসার্ট উপভোগই নয়, রয়েছে আনলিমিটেড খানাপিনার ব্যবস্থাও।