নিউজ ডেস্ক: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা ও মা। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে, এই মামলা পুনরায় তদন্তের জন্য আর জি করের নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
কিন্তু, জরুরি ভিত্তিতে নতুন আবেদনের শুনানিতে সম্মত হয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ আবেদনটি তালিকাভুক্ত করা হয়েছে, ওই দিনই হবে শুনানি।