নিউজ ডেস্ক: প্রয়াগরাজের মহাকুম্ভে ফের আগুন-আতঙ্ক! শুক্রবার আগুন লাগে মহাকুম্ভ মেলা ক্ষেত্রে সেক্টর ১৮-তে শঙ্করাচার্য মার্গে। যদিও, খুব দ্রুততার সঙ্গে আগুন আয়ত্তে আনে দমকল। এসপি (শহর) সর্বেশ কুমার মিশ্র বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সিএফও প্রমোদ শর্মা বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন ইস্কন থেকে শুরু হয়েছিল এবং তারপরে অন্যান্য তাঁবুতেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ২০-২২টি তাঁবু পুড়ে গিয়েছে।”