নিউজ ডেস্ক: নিউটাউন লোহার ব্রিজের কাছে জঙ্গলের ৩০-৪০ মিটার গভীরে উদ্ধার হল এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ। পুলিশ ইতিমধ্য়েই দেহটি উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণ করে খুন করা হতে পারে নাবালিকাকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার নাম-পরিচয় এখনও জানা যায়নি। নাবালিকার দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। আরজি কর হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
শুক্রবার সকালেই লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে একটি কমলালেবু পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মুখ থেকে গ্যাঁজলা বেরচ্ছিল। প্রাথমিকভাবে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হতে পারে নাবালিকাকে। খুনের আগে ধর্ষণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে নিউটাউন থানার পুলিশ। এখনও পর্যন্ত নাবালিকার নাম পরিচয় পাওয়া যায়নি।