নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় আটকে থাকা মৎস্যজীবীদের মুক্তি চেয়ে শুক্রবার সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন ডিএমকে-সহ বিরোধী দলের সাংসদরা। শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে পাকড়াও ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার বিরোধী সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ডিএমকে সাংসদ কানিমোঝি এই বিষয়ে স্থায়ী সমাধানের দাবি করেছেন।
কানিমোঝি বলেছেন, “শ্রীলঙ্কার নৌবাহিনী তামিলনাড়ুর মৎস্যজীবীদের গ্রেফতার ও হয়রানি করছে। এখন তামিলনাড়ুর প্রায় ৯৭ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দিয়েছেন। তামিলনাড়ুতে এটি একটি বড় সমস্যা হয়ে উঠছে, বিশেষ করে মৎস্যজীবীদের জন্য, কারণ তাঁদের সমগ্র জীবিকা, পরিবার এবং সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের গোষ্ঠীগুলির মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে এবং স্থায়ীভাবে এই সমস্যাটি সমাধানের জন্য কমিটি গঠন করেছে, তারা এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই করেনি।”