নিউজ ডেস্ক: আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে পরিবহণ দফতর বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম পরীক্ষার দিন গুলিতে দু’টো শিফটে বেশি পরিমাণ বাস পরিষেবা দেওয়ার জন্য সমস্ত ডিপো ম্যানেজারকে নির্দেশ দিয়েছে। সকাল সাড়ে ৬টা থেকে ১০টা এবং দুপুর দুটো থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিশেষ বাস পরিষেবা দিতে বলা হয়েছে নির্দেশিকায়।
বাসের সামনে “পরীক্ষা স্পেশাল” লেখা বোর্ড লাগানো এবং সাধারণ ভাড়া অনুসারে ভাড়া নেওয়া হবে বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এদিকে, পরীক্ষার দিনগুলিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও অতিরিক্ত বাস চালাবে। এর পাশাপাশি বাসের যাতায়াত বাড়ানো হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত বাস পরিষেবা দেবে।