নিউজ ডেস্ক: দিল্লিতে আম আদমি পার্টি (এএপি)-র জয় নিয়ে আশাবাদী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, অনেক সময় বুথ ফেরত সমীক্ষা সঠিক হয় না। অখিলেশ যাদব শুক্রবার বলেছেন, “অনেক সময় এক্সিট পোল ঠিক হয় না। আগামীকাল ফলাফল ঘোষণা হবে, কে (দিল্লিতে) সরকার গঠন করতে চলেছে, সে সম্পর্কে সমস্ত সত্য বেরিয়ে আসবে। মিল্কিপুর উপনির্বাচন সম্পর্কে, আমি বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র কীভাবে চলছে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম।”
আমেরিকা থেকে ভারতীয় নাগরিকদের নির্বাসন প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, “বিজেপি বলত, আমরা বিশ্বের একটি স্তরে পৌঁছেছি – আমরা এখন বিশ্বগুরু হয়ে উঠছি; আমাদের অর্থনীতি তৃতীয় নম্বরে পৌঁছতে চলেছে। কিন্তু কীভাবে ভারতীয় নাগরিকদের আনা হচ্ছে? অন্য দেশের রাষ্ট্রপতি বলেছেন, তারা সামরিক বিমানে নির্বাসিত লোকদের গ্রহণ করবে না, আমেরিকাকে তা মেনে নিতে হবে। ভারত কি তাহলে দুর্বল?”