নিউজ ডেস্ক: সিপাহীজলা জেলার মধুপুর থানার অধীন রাধাপুর থেকে এক ব্যক্তিকে পিস্তল এবং তাজা কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে৷ ধৃত ব্যক্তির নাম অঞ্জন দাস৷ শুক্রবার মধুপুর থানার পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে অস্ত্র আইনে মামলা নিয়ে৷
রাধাপুর থানার ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সীমান্ত রাধাপুরের বাসিন্দা অঞ্জন দাসের বাড়িতে আগ্ণেয়াস্ত্র মজুত রয়েছে৷ সেই মোতাবেক স্থানীয় বিএসএফ ক্যাম্পের জওয়ানদের সাথে নিয়ে মধুপুর থানার পুলিশ অঞ্জন দাসের বাড়িতে তল্লাসি চালায়৷ ঘরের সিলিংয়ের উপরে লুকিয়ে রাখা একটি পিস্তল, ম্যাগজিন এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়৷ অঞ্জন দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়৷ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে মধুপুর থানায়৷ শুক্রবার পুলিশ ধৃত অঞ্জন দাসকে আদালতে সোপর্দ করেছে রিমান্ডের আর্জি জানিয়ে৷ পুলিশ জানার চেষ্টা করছে কি উদ্দেশ্যে অঞ্জন দাস পিস্তালটি রেখেছিল৷