নিউজ ডেস্ক: শনিবার দিল্লিতে ভোটগণনা, তার ঠিক একদিন আগে আম আদমি পার্টির নেতা গোপাল রাই দাবি করলেন, ৫০টি আসনে এএপি জিতবেই, জোরদার লড়াই হবে ৬-৭টি কেন্দ্রে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল রাই বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে, শুক্রবার সমস্ত এএপি বিধায়কের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সমস্ত প্রার্থী নিজেদের রিপোর্ট দিয়েছেন। তাঁদের রিপোর্ট অনুসারে, এএপি প্রায় ৫০ টি আসন জিতবে এবং ৬-৭টি আসনে জোরদার লড়াই হবে।
গোপাল রাই আরও বলেছেন, দিল্লির জনতা এএপি-কে সরকার গঠনের জন্য জনাদেশ দিয়েছে। ‘গলি গলোচ পার্টি’ যেভাবে এক্সিট পোলের মাধ্যমে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যে তারা সরকার গঠন করবে, কিন্তু তাঁদের হতাশা বাস্তবতাই দেখায়। যেভাবে আমাদের প্রার্থীদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য ফোন আসছে এবং মন্ত্রীত্বের প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তাঁরা এক্সিট পোল ব্যবহার করে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ‘অপারেশন লোটাস’ চালানোর চেষ্টা করছে। অরবিন্দ কেজরিওয়াল সমস্ত প্রার্থীদের বলেছেন, এএপি সরকার গঠন করতে চলেছে।”