নিউজ ডেস্ক: নাবালিকাকে তুলে নিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগে এক যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। সেই সাথে ওই যুবককে কুড়ি বছরের কারাবাস এবং আর্থিক জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত যুবকের নাম অমর নোয়াতিয়া।
জানা গিয়েছে, ২০২১ সালের ২১ ডিসেম্বর যাত্রাপুরের নাবালিকা কন্যা তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে উদয়পুর মহকুমায় শামুকছড়া এলাকায়। সেদিন রাতে নাবালিকা শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পার্শ্ববর্তী এলাকার পদ্মহরি নোয়াতিয়ার ছেলে অমর নোয়াতিয়া জোর করে নাবালিকাকে শামুকছড়ার একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকি নাবালিকাকে নিদয়া, বিশ্রামগঞ্জ, ধর্মনগর ইত্যাদি জায়গায় নিয়ে গিয়েও ধর্ষণ করা হয়।
পরবর্তী সময়ে নাবালিকার বাবা উদয়পুরের কাঁকড়াবন থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ০১/২০২২। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে। ভারতীয় দন্ডবিধির ৩৬৩/৩৭৬ (এ.বি.) ধারা এবং পক্সো আইনে মামলা নিয়ে পুলিশ আসামিকে গ্রেফতার করে। দীর্ঘদিন আদালতে শুনানির পর উদয়পুর মহকুমা আদালতের স্পেশাল জজ আসামিকে কুড়ি বছরের কারাবাসের সাজা ঘোষণা করেন। সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয়। মামলার তদন্তকারী পুলিশ অফিসার ছিলেন এসআই মাধুবী দেববর্মা। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি পল্টু দাস।