নিউজ ডেস্ক: কল্যাণীর রথতলা এলাকায় রোহিতপল্লির একটি বাজি কারখানায় শুক্রবার দুপুরে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরপরই আগুন ধরে যায় গোটা কারখানায়। বীভৎস এই কাণ্ডে কমপক্ষে চার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দাবি করছেন কেউ কেউ।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানার ছাদ। এদিকে এই ঘটনার পরপরই এলাকায় যায় পুলিশ ও দমকল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর কাজে হাত লাগান এলাকার বাসিন্দারাও। একজনকে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়।
ঘন বসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় তীব্র এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। জোরকদমে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, একটি বাড়ির পিছনে বাঁশ এবং টিন দিয়ে ঘিরে অস্থায়ী বাজি কারখানা তৈরি করা হয়েছিল। সেখানেই বাজি তৈরির সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও সুরক্ষা ব্যবস্থা ঠিক ছিল না বলে অভিযোগ।