নিউজ ডেস্ক: শিবসেনা শুক্রবার জম্মুতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করলো। কেন্দ্রীয় সরকারকে আমেরিকার থেকে অনুপ্রেরণা নিয়ে জম্মু ও কাশ্মীরের উপর বিশেষ মনোযোগ দিয়ে দেশ থেকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করার আবেদন জানিয়েছে। শিবসেনা (ইউবিটি)-র জম্মু ও কাশ্মীর ইউনিটের প্রধান মনীশ সাহনির নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন শতাধিক কর্মী।
তাঁরা বলেন, “শেখ হাসিনাকে ফেরত পাঠান”। “অবৈধ রোহিঙ্গা, বাংলাদেশিদের নির্বাসন”-এর মতো স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে তাঁরা প্রতিবাদ বিক্ষোভে শামিল হন। অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করার আবেদন জানানো হয়।