নিউজ ডেস্ক: “ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকেরা।” এই মন্তব্যেই পরিচালকদের শুক্রবার আক্রমণ করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। টলিপাড়ার শুটিংয়ের পরিস্থিতি দেখতে স্টুডিয়োয় উপস্থিত হন তিনি।
স্বরূপবাবু জানান, শুক্রবার সকাল থেকেই টলিপাড়ায় বেশির ভাগ ধারাবাহিকের শুটিং নিয়মমাফিক শুরু হয়েছে। পাশাপাশি বেশ কিছু সিনেমার শুটিংও চলছে বলে জানালেন তিনি।
শুক্রবার পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্বরূপবাবু বলেন, ‘‘পরিচালকেরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁদেরও আগে নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। কারণ আমাদের ২৮টি গিল্ডের মধ্যে তাঁরাও অন্যতম।’’
স্বরূপবাবু জানান, টলিপাড়ার কোনও রকম কর্মবিরতির বিপক্ষে ফেডারেশন। তাঁর কথায়, ‘‘আমরা যে কোনও সমস্যা আলোচানা মাধ্যমে সমাধান করতে প্রস্তুত। কিন্তু আমাদের কিছু না জানিয়েই পরিচালকেরা কর্মবিরতির ঘোষণা করেছেন।’’ তিনি জানিয়েছেন, দিনভর ফেডারশন কর্তারা টলিপাড়ার বিভিন্ন শুটিং ফ্লোরে নজরদারি করবে। কোথায় কোথায় শুটিং হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে, তা খুঁটিয়ে দেখা হবে।
স্বরূপবাবু বলেন, ‘‘কিছু কিছু ফ্লোরে শিল্পীরা তৈরি। কিন্তু ইচ্ছে করে কাজ দেরিতে শুরু করা হচ্ছে। ফেডারেশন এই ধরনের ঘটনা মেনে নেবে না।’’