নিউজ ডেস্ক: আজ দিল্লির রায় । বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই হয়েছে রাজধানীতে । টানা দু’মাসেরও বেশি সময় ধরে চলেছে নির্বাচনের প্রচার । আক্রমণ-প্রতি আক্রমণে দিল্লি এককথায় জমজমাট । একাধিক বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের সম্ভাবনা দেখা গিয়েছে। তবে আম আদমি পার্টির আশা, দিল্লিতে আরও একবার সরকার গড়বে তারাই। শনিবার দিনভর সেই ফলাফলের দিকেই নজর থাকবে।
ভোটের ফল প্রকাশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। তিনি বলেন, “এটা কোনও সাধারণ নির্বাচন ছিল না । শুভ আর অশুভর মধ্যে লড়াই হয়েছে। আমি বিশ্বাস করি অশুভকে পরাজিত করে শুভকেই বেছে নিয়েছে দিল্লি। “