নিউজ ডেস্ক: শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। কিছুক্ষণেপ মধ্যেই শুরু হবে ভোট গণনা। নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গণনার জন্য দিল্লির গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোল মার্কেটের একটি গণনা কেন্দ্রে রাত থেকেই দেখা গেল সেই নিরাপত্তার ছবি।
এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দী আম আদমি পার্টি (AAP), ভারতীয় জনতা পার্টি (BJP) এবং কংগ্রেস। গণনার আগেই আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল দাবি করেছেন, বিজেপি তাঁর দলের প্রার্থীদের কিনতে চাইছে। তবে বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।