৮ই ফেব্রুয়ারি ১৯৯৪ সালে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেব টেস্ট ম্যাচে ৪৩২তম উইকেট নেন। রিচার্ড হ্যাডলির ৪৩১ উইকেটের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। এই ম্যাচটি ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সেদিন কপিল দেব রিচার্ড হ্যাডলির রেকর্ড ভাঙার সঙ্গে সঙ্গে তাঁর সম্মানে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গিয়েছিল।