নিউজ ডেস্ক: দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা।
একইসঙ্গে ওইদিন আর জি কর মেডিক্যালে হবে অভয়ার জন্মদিন পালন।ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানাল চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।