নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে আজ। দিল্লিতে কার সরকার হবে, আম আদমি পার্টি না বিজেপি, চূড়ান্ত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এক্সিট পোল বিজেপির জয় এবং আম আদমি পার্টির পরাজয়ের পূর্বাভাস দিয়েছে। তবে চূড়ান্ত ফলই জানাবে রাজনৈতিক দলগুলির ভাগ্য।
শুরুতেই এগিয়ে গেল বিজেপি। দিল্লিতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই। আর অন্যদিকে দিনের শুরুতেই বড় ধাক্কা আপ-এর। পোস্টাল ব্যালটের গণনা শুরু হওয়ার পরই ৪৩ আসনে এগিয়ে গেল বিজেপি। ২৫টি আসনে এগিয়ে আপ। এক আসনে এগিয়ে কংগ্রেস। নয়া দিল্লি আসনে পিছিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল, কালকাজি আসন থেকে পিছিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। জঙ্গপুরা আসনে পিছিয়ে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।