টলিউডে আবারও উত্তপ্ত পরিস্থিতি। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে, যার জেরে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন পরিচালকরা। পরিচালকদের একাধিক অনুরোধেও সাড়া দেয়নি টেকনিশিয়ানদের সংগঠন, ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে।