নিউজ ডেস্ক: চলছে দিল্লিতে ভোট গণনা। আর বেলা গড়াতেই দিল্লিতে সমীকরণ কিছুটা পালটেছে। বর্তমানে বিজেপি ৪২টি আসনে এগিয়ে। ব্যবধান কমিয়ে আম আদমি পার্টি এখন ২৮টি আসনে ‘লিড’ নিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল নিজে নয়াদিল্লি আসন থেকে এগিয়েছে গিয়েছেন।
অন্যদিকে জংপুরা আসন থেকে এগিয়ে আপ প্রার্থী মণীশ সিসোদিয়া ৷ পোস্টাল ব্যালটে পিছিয়ে পড়লেও এভিএম খোলা হতেই লিড নিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ৷
তবে প্রথম দফা গণনার পর কালকাজি আসন থেকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরীর থেকে ১,১৪৯ ভোটে পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী অতিশী ৷