নিউজ ডেস্ক: ১০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক গ্যাজেট থাকবে না। পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল হবে। গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। কিছু চক্র চলে। গত বছর পুলিশ তদন্ত করে। পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবেন। পরীক্ষা শুরু হওয়ার আগে শেষ বার ঘোষণা করে তাঁরা জানিয়ে দেবেন, যদি তাদের কাছে কোনও ইলেক্ট্রনিক গ্যাজেট থাকে তাহলে যেন আত্মসমর্পণ করে। টয়লেটে অনেক কিছু লুকিয়ে রাখা থাকে। আমরা এর প্রতিরোধ ২০২৪ সাল থেকে করছি। এবারও তা করা হবে।”