নিউজ ডেস্ক: ২৭ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি। উড়ে গেল আপ। আপের একের পর এক হেভিওয়েট প্রার্থী পিছিয়ে। কালকাজিতে পিছিয়ে মুখ্যমন্ত্রী অতিশী।
বর্তমানে বিজেপি দিল্লির ৪৭টি আসনে এগিয়ে আছে, যা কি না ম্যাজিক ফিগারের থেকে ১১টি আসন বেশি। এদিকে আম আদমি পার্টি এগিয়ে ২৩টি আসনে। কংগ্রেস এখনও শূন্যে দাঁড়িয়ে।
আম আদমি পার্টি নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজি আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রমেশ বিধুরীর বিরুদ্ধে চার দফা গণনা শেষে ১৬৩৫ ভোটে পিছিয়ে রয়েছেন। কালকাজি আসনের জন্য মোট ১২ রাউন্ড গণনা হওয়ার কথা।