নিউজ ডেস্ক: যা ইঙ্গিত করেছিল এক্সিট পোল সেটাই ঘটতে চলেছে দিল্লিতে। এই মুহূর্তে বিজেপে এগিয়ে ৪৭টি আসনে। আপ সেখানে মাত্র ২৩টিতে এগিয়ে। তার চেয়েও বড় ধাক্কা, ইতিমধ্যেই পরাজিত হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
জানা যাচ্ছে, জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে হারতে হয়েছে মণীশ সিসোদিয়াকে। অন্যদিকে নয়াদিল্লি আসনে ৩ হাজার ভোটে হার অরবিন্দ কেজরিওয়ালের। স্বাভাবিক ভাবেই এই দুই হেভিওয়েট নেতার পরাজয় যেন শনিবাসরীয় সকাল-দুপুরে আপের পরাজয়ের প্রতীকী ছবি হয়ে উঠেছে। তবে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জিতে গিয়েছেন।